Kolkata News:মাধ্য়মিক এবং উচ্চ মাধ্য়মিকে কৃতী ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা জানাল দ্য় নিউটাউন স্কুল, উপস্থিত ছিলেন সাইনা নেহওয়াল
ABP Ananda Live: মাধ্য়মিক এবং উচ্চ মাধ্য়মিকে কৃতী ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা জানাল দ্য় নিউটাউন স্কুল।মঙ্গলবার সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্য়াডমিন্টন তারকা সাইনা নেহওয়াল।
OBC সংরক্ষণ ইস্যুতে চাপানউতোর, কীসের ভিত্তিতে সংরক্ষণের তালিকা রাজ্যের ? জানালেন মুখ্যমন্ত্রী; বড় প্রশ্ন শুভেন্দুর
OBC সংরক্ষণ নিয়ে উত্তেজনা ছড়াল পশ্চিমবঙ্গ বিধানসভায়। ধর্মের ভিত্তিতে নয়, আর্থিক অবস্থা বিবেচনা করেই, OBC-র ক্য়াটিগরি করা হয়েছে। আজ বিধানসভায় দাঁড়িয়ে এ নিয়ে সরকারের অবস্থান ব্য়াখ্য়া করলেন মুখ্য়মন্ত্রী। পাল্টা সংখ্য়ালঘু তোষণের অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী। বলেন, এটা মুসলিম লিগের সরকার হয়ে গেছে। ওবিসি সংরক্ষণ ইস্যুতে মঙ্গলবার তপ্ত হয়ে ওঠে বিধানসভা। নতুন করে সংরক্ষণ তালিকা প্রকাশ নিয়ে বিধানসভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। এরপরই বিরোধী দলনেতা বক্তব্য রাখার জন্য হাত তুলে আবেদন জানান। কিন্তু তাঁকে বিধানসভায় বলতে দেওয়া হয়নি বলে অভিযোগ। এরপরই বিধানসভার গেটের বাইরে বেরিয়ে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা।


















