WB News: মেয়ো রোডে মঞ্চ খোলা নিয়ে সংঘাতের মধ্যেই এবার সেনা বনাম পুলিশ,সেনাবাহিনীর ট্রাক আটকাল পুলিশ
ABP Ananda live: মেয়ো রোডে মঞ্চ খোলা নিয়ে সংঘাতের মধ্যেই এবার সেনা বনাম পুলিশ। মহাকরণের সামনে সেনাবাহিনীর ট্রাক আটকাল পুলিশ। বিপজ্জনকভাবে চলছিল সেনার ট্রাক, দাবি লালবাজার সূত্রে। 'সেনার ট্রাকের পিছনেই ছিল পুলিশ কমিশনার মনোজ ভার্মার গাড়ি'। নিয়ম না মেনে বিপজ্জনকভাবে চলছিল সেনার ট্রাক, দাবি লালবাজার সূত্রে। 'ফোর্ট উইলিয়াম থেকে আসার পথে গাড়ি আটকায় পুলিশ'। 'বাঁক নেওয়ার সময় সিপি-র গাড়ি রাস্তা ক্রশ করছিল'। 'বাঁক নেওয়ার সময় যথেষ্ট আস্তেই চলছিল সেনার ট্রাক'। পিছনের গাড়ির গতি বেশি থাকলে সমস্যা তো হবেই, পাল্টা সেনা। সেনার গাড়ির চালকের বিরুদ্ধে মামলা রুজু পুলিশের। মোটর ভেহিকল অ্যাক্টে মামলা রুজু পুলিশের।
'বাংলার যন্ত্রণার কথা বলা কি অপরাধ?', 'দ্য বেঙ্গল ফাইলস' রিলিজ নিয়ে এবার সরাসরি মুখ্যমন্ত্রীকে বার্তা বিবেক অগ্নিহোত্রীর
পরিচালক বিবেক অগ্নিহোত্রীর 'দ্য বেঙ্গল ফাইলস'-এর ট্রেলার লঞ্চ ঘিরে গত ১৬ অগাস্ট তুলকালাম বাধে ITC রয়্যাল বেঙ্গল হোটেলে। তাই নিয়েই এবার শুরু হয় রাজনীতির চাপানউতোর! একদিকে পরিচালকের পাশে দাঁড়িয়েছে বিজেপি। তৃণমূল আবার এই সিনেমাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং মানুষে মানুষে বিভেদ বাড়ানোর চেষ্টা হিসেবেই দেখছে। আর তাই ঘিরে 'দ্য বেঙ্গল ফাইলস' নিয়ে বাংলাতেই তুঙ্গে তরজা। এই পরিস্থিতিতে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে ভিডিও-বার্তা দিয়েছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী।এক্স হ্যান্ডেলে পরিচালক বলেছেন, 'দ্য বেঙ্গল ফাইলস' সারা বিশ্বে রিলিজ করবে। কিন্তু সবারই মনে হচ্ছে, পশ্চিমবঙ্গে হয়ত ছবিটি নিষিদ্ধ করা হবে। হল মালিকরাও তাঁকে বলছেন, ছবিটি নিষিদ্ধ না করা হলেও তাঁদের উপর এতটাই রাজনৈতিক চাপ আছে যে , ছবিটা দেখালে বড় মূল্য চোকাতে হতে পারে তাঁদের। তাই তাঁরা ছবিটি দেখাতে ভয় পাচ্ছেন। এই ভয় থেকেই গত ১৬ অগাস্ট ছবির ট্রেলারও দেখানি তাঁরা।


















