Kolkata News: ওয়াকফ সংশোধনী বিল পাশ, প্রতিবাদে বিক্ষোভ ঘিরে পার্ক সার্কাসে তুলকালাম
ABP Ananda LIVE: সংসদে পাস ওয়াকফ সংশোধনী বিল। প্রতিবাদে বিক্ষোভ ঘিরে পার্ক সার্কাসে তুলকালাম। বিপর্যস্ত যান চলাচল। জয়েন্ট ফোরাম অফ ওয়াকফ প্রোটেকশনের বিক্ষোভ। হাজির মন্ত্রী জাভেদ খান। পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা পার্ক সার্কাস মোড়ে একাংশে বিক্ষোভ।
SSC-র ২০১৬ সালের পুরো প্য়ানেলই বাতিল। শিক্ষক ও অশিক্ষক কর্মী মিলিয়ে চাকরি খুইয়েছেন ২৫ হাজার ৭৫২ জন। রাতারাতি চাকরি খুইয়ে কার্যত দিশেহারা যোগ্যরা। কীভাবে সংসার চলবে, সেই চিন্তা রাতের ঘুম উড়েছে হাজার হাজার চাকরিহারার। এই পরিস্থিতিতে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বার্তা, "মুখ্যমন্ত্রী যা বলেছেন সেই অনুযায়ী সবর্তোভাবে আমরা বঞ্চিত এবং যোগ্য যাঁরা আছেন, তাঁদের পাশে আমরা সর্বতোভাবে থাকব। মানবিকভাবে থাকব, রাজনৈতিকভাবেও থাকব।" শুধু তা-ই নয়, সমস্ত শিক্ষকের উদ্দেশে তাঁর বার্তা, "ভরসা রাখুন।"


















