Kolkata : মেয়ো রোডে তৃণমূলের ভাষা-আন্দোলনের মঞ্চ খুলল সেনা, তুঙ্গে সংঘাত
ABP Ananda LIVE : মেয়ো রোডে তৃণমূলের প্রতিবাদ মঞ্চ খুলে দিয়েছে সেনাবাহিনী। ভরদুপুরে যা নিয়ে জোর শোরগোল পড়ে যায়। ঘটনাস্থলে পৌঁছে যান খোদ মুখ্যমন্ত্রী। সেখান থেকে মেরেকেটে ৩ কিলোমিটার দূরে বিজেপির রাজ্য সদর দফতরের সামনেও মঞ্চ খোলা নিয়ে তুলকালাম বাঁধল। পুলিশ দাঁড়িয়ে থেকে বিজেপির মঞ্চ খুলিয়ে দেয় বলে অভিযোগ। বিহারে কংগ্রেসের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাকে নিয়ে কুরুচিকর মন্তব্য, স্বরাষ্ট্রমন্ত্রীকে, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বেলাগাম আক্রমণের প্রতিবাদে এদিন সভা ও মিছিল করার কথা ছিল বিজেপি মহিলা মোর্চার। পুলিশের দাবি, বিজেপির কর্মসূচির কোনও অনুমতি ছিল না। যদিও বিরোধীরা কটাক্ষ করে বলছেন, সেন্ট্রাল অ্যাভিনিউয়ের ঘটনার শোধ তুলতেই সেনাবাহিনীকে দিয়ে তৃণমূলের মঞ্চ খুলিয়ে দিয়েছে বিজেপি। তবে পুলিশের বাধায় সভা না হলেও এদিন মুরলীধর সেন লেন থেকে চাঁদনি চক পর্যন্ত মিছিল করে বিজেপি মহিলা মোর্চা।



















