Krishnanagar News: পুলিশে অনাস্থা, সিবিআই তদন্ত দাবি কৃষ্ণনগরের নিহত ছাত্রীর মায়ের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: আর জি কর-কাণ্ডে তোলপাড়ের মধ্যেই কৃষ্ণনগরে ছাত্রীকে গণধর্ষণ-খুনের অভিযোগ। পুলিশে অনাস্থা, সিবিআই তদন্ত দাবি কৃষ্ণনগরের নিহত ছাত্রীর মায়ের।
আরও খবর..
১৩ নভেম্বর রাজ্যের ৬ কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন। সূত্রের খবর, চলতি সপ্তাহেই রাজ্যে চলে আসতে পারে ১০০ কোম্পানিরও বেশি কেন্দ্রীয় বাহিনী। প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবার সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন মুখ্য নির্বাচনী আধিকারিক।
সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে অভিযোগ ওঠা থামছেই না। এবার উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে শ্লীলতাহানি ও ভয় দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল এক সিভিক ভলান্টিয়ার ও এক ভিলেজ পুলিশকে। তিন দিন জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বসিরহাট মহকুমা আদালত।
ধর্মতলার ধর্নামঞ্চ ও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে টানা অনশনে অসুস্থ হয়ে ৬ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। তারপরেও অনড় জুনিয়র ডাক্তাররা। কলকাতা ও উত্তরবঙ্গ মিলিয়ে অনশন চালিয়ে যাচ্ছেন ৮ জন জুনিয়র ডাক্তার। উত্তরবঙ্গে প্রতীকী অনশনে বসেন ২ সিনিয়র চিকিৎসক।