Krishnanagar News: কৃষ্ণনগরে এক মাছ ব্যবসায়ীর ওপর গুলি চালিয়ে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ
ABP Ananda LIVE: জেলায় জেলায় শ্যুটআউট(Shoot Out), এবার কৃষ্ণনগরে এক মাছ ব্যবসায়ীর ওপর গুলি। গুলি চালিয়ে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। মাছের বাজারে এসে ওই ব্যবসায়ীর ওপর চড়াও হয় দুষ্কৃতীরা। টাকা না দেওয়ায় ৪ রাউন্ড গুলি চালানোর অভিযোগ। আহত মাছ ব্য়বসায়ী শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি।
সাদ্দামের বিরুদ্ধে সন্ত্রাস, হিংসা ছড়ানোর ধারা-সহ একাধিক অভিযোগে এফআইআর। জামিন চেয়ে 'প্রতারক' সাদ্দামকে সমাজসেবী বলে সওয়াল আইনজীবীর। থানায় নিয়মিত যাতায়াত ছিল পুলিশে হামলায় অভিযুক্ত সাদ্দাম সর্দারের? 'থানায় নিয়মিত যেত সাদ্দাম, সিসি ফুটেজ দেখলেই প্রমাণ মিলবে'। সাদ্দামের জামিনের সওয়াল করে কোর্টে বিস্ফোরক দাবি আইনজীবীর। ১৫বছর ধরে প্রতারণার জাল, যোগাযোগ ছিল সাদ্দাম-পুলিশের? বাড়িতে সুড়ঙ্গ, পুলিশের উপর হামলায় অভিযুক্তেরই পুলিশি-ঘনিষ্ঠতা?আদালতে পুলিশের সঙ্গে ঘনিষ্ঠতার দাবি সাদ্দামেরই আইনজীবীর! মালদার মানিকচকে রাস্তা অবরোধের জেরে উত্তেজনা। বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ। পুলিশকর্মীদের আটকে রেখে মারধরের অভিযোগ। আক্রান্ত আইসি-সহ কয়েকজন পুলিশকর্মী। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালিয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় জখম হয়েছেন ২ জন। মালদার মানিকচকে রাস্তা অবরোধের জেরে উত্তেজনা। বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ। পুলিশকর্মীদের আটকে রেখে মারধরের অভিযোগ। আক্রান্ত আইসি-সহ কয়েকজন পুলিশকর্মী।