Local Train Issue: প্রায়ই দেরিতে লোকাল ট্রেন, প্রতিবাদে বুধবার ডায়মন্ড হারবার স্টেশনে অবরোধ নিত্যযাত্রীদের | ABP Ananda LIVE
দীর্ঘদিন ধরে দেরিতে চলছে লোকাল ট্রেন। এরই প্রতিবাদে বুধবার শিয়ালদা দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার স্টেশনে ৫ ঘণ্টা ধরে অবরোধ করলেন নিত্যযাত্রীরা। চরম ভোগান্তির শিকার হলেন হাজার হাজার রেলযাত্রী। অন্যদিকে, ২৪ ঘণ্টার মধ্যে দেরিতে লোকাল ট্রেন চলার সমস্যার সমাধানের আশ্বাস দেওয়ার পরও বুধবার হাওড়া-খড়গপুর শাখায় লোকাল ট্রেন চলল নির্ধারিত সময়ের থেকে দেরিতে।
গঙ্গার এপার হোক বা ওপার, পূর্ব রেলই হোক বা দক্ষিণ-পূর্ব রেল। অভিযোগ, লক্ষ লক্ষ নিত্যযাত্রীদের লাইফ লাইন লোকাল ট্রেনের অবস্থা দিন দিন অসহনীয় পর্যায় চলে যাচ্ছে। ভুক্তভোগীদের অভিযোগ, নির্দিষ্ট সময়ের থেকে অনেক দেরিতে ট্রেন আসা। মাঝপথে সিগনালের অভাবে দীর্ঘক্ষণ ট্রেন থমকে যাওয়া। হঠাৎ হঠাৎ ট্রেন বাতিল। একের পর এক সমস্যায় লোকাল ট্রেনে ওঠাই দিন দিন দুষ্কর হয়ে যাচ্ছে। রেলে যেন অনিয়মই এখন নিয়ম। গত দু'দিনে দুই জায়গায় দুর্ঘটনা নিয়ে যখন দেশজুড়ে রেলের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে, তখন লেট-লতিফ লোকালে নিত্যদিন ভোগান্তির অভিযোগে বুধবার ভোর ৫টা থেকে ডায়মন্ড হারবার স্টেশনে রেল অবরোধ করেন যাত্রীরা।
রেললাইনে কংক্রিটের স্ল্যাব রেখে বসে পড়েন যাত্রীরা। যাত্রীদের ক্ষোভের মুখে পড়েন ডায়মন্ড হারবারের স্টেশন মাস্টার। ক্রমেই যাত্রী বিক্ষোভের রেশ ছড়িয়ে পড়ে শিয়ালদা দক্ষিণ শাখার মগরাহাট, দেউলা, নেতড়া-সহ একাধিক স্টেশনে।