Siliguri News: জল সমস্যায় জেরবার শিলিগুড়ি, পানীয় জল কিনতে দোকানে দোকানে লম্বা লাইন
ABP Ananda LIVE: জল সমস্যায় জেরবার শিলিগুড়ি। পানীয় জল কিনতে দোকানে দোকানে লম্বা লাইন পড়ছে। এতদিন পানীয় জল হিসেবে মহানন্দার জল সরবরাহ করত শিলিগুড়ি পুরসভা। বুধবার শিলিগুড়ির মেয়র গৌতম দেব সাংবাদিক বৈঠক করে সেই জল না খেতে অনুরোধ করেন। অভিযোগ, মহানন্দার জল জল দূষিত হয়ে পড়েছে এবং জল পান করে বেশ কয়েকজন অসুস্থও হয়ে পড়েছেন। ২ জুন পর্যন্ত মহানন্দার জল পান না করার জন্য নির্দেশ দেয় শিলিগুড়ি পুরসভা। তারপর থেকেই দোকানে দোকানে জল কেনার লাইন পড়ছে। পুরসভার তরফ থেকেও বিভিন্ন এলাকায় পানীয় জলের গাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
৫ বছর পর ফের ইডির (ED) রাডারে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। রোজভ্যালির পর এবার রেশন দুর্নীতি মামলায় ঋতুপর্ণাকে তলব। ৫ জুন ঋতুপর্ণাকে সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ। আর্থিক লেনদেন সংক্রান্ত কিছু তথ্য যাচাইয়ের জন্য তলব, খবর ইডি সূত্রের। ED-র তলব প্রসঙ্গে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে যোগাযোগ করা হলেও প্রতিক্রিয়া দিতে চাননি। ২০১৯-এর ১৮ জুলাই রোজভ্য়ালি মামলায় ঋতুপর্ণাকে জিজ্ঞাসাবাদ করে ইডি রেশন বণ্টন দুর্নীতি মামলায় এবার টালিগঞ্জের অভিনেত্রীকে তলব করল ED। ৫ জুন, সল্টলেকের CGO কমপ্লেক্সে ডাকা হয়েছে ঋতুুপর্ণা সেনগুপ্তকে। ED সূত্রে খবর, আর্থিক লেনদেন সংক্রান্ত কিছু তথ্য যাচাইয়ের জন্য টালিগঞ্জের এই অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় এজেন্সি। এর আগে ২০১৯ সালের জুলাই মাসে রোজভ্যালি মামলায় তলব করা হয়েছিল ঋতুুপর্ণা সেনগুপ্তকে। সেই সময় হাজিরা দিয়েছিলেন অভিনেত্রী।