Dilip Ghosh: ভোট-প্রচারে সাঁতার শেখার পরামর্শ সুভাষের, এবার মাছের প্যাকেট হাতে দিলীপ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ভোট-প্রচারে এবার সাঁতার শেখার পরামর্শ দিলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। রবিবার সকালে লোকপুরে বাড়ির পাশে পুকুরে নেমে পড়লেন সাঁতার কাটতে। যে কোনও বিপদ থেকে রক্ষা পেতে বা অন্যকে বাঁচাতে সাঁতার শেখা জরুরি, পরামর্শ দিলেন পেশায় চিকিৎসক বাঁকুড়ার বিজেপি প্রার্থী। ড়ি, হকি স্টিক, হাতপাখার পর এবার দিলীপ ঘোষের হাতে মাছের প্যাকেট। দুর্গাপুরে প্রাতর্ভ্রমণ ও চা-চক্র সেরে ফেরার পথে, চারা পোনা কিনলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। মাছ বিক্রেতাকে দিলেন ধূমপান না করার পরামর্শ। এদিন জুন মালিয়ার আক্রমণের জবাবও দিয়েছেন দিলীপ। উনি মেদিনীপুরে ক’দিন গেছেন? ওঁকে তো TV-তেও দেখা যায় না। রোদে বেরোন না। মেদিনীপুরে গিয়ে দলের লোকেদের সঙ্গে ঝগড়া করে চলে আসেন। মেদিনীপুরের তৃণমূল প্রার্থী জুন মালিয়ার আক্রমণের জবাব পাল্টা আক্রমণ দিলীপ ঘোষের।