Kasba News: কসবায় আইন কলেজে গণধর্ষণকাণ্ডে মদন মিত্রর মন্তব্যে সমালোচনার ঝড়
ABP Ananda LIVE: কসবায় আইন কলেজে গণধর্ষণকাণ্ডে মদন মিত্রর মন্তব্যে সমালোচনার ঝড়। একা না গেলে এমন ঘটনা ঘটত না। ওই ছাত্রী ওদের চিনতেন, জানতেন কলেজ বন্ধ, কেউ নেই। পদ পাইয়ে দেওয়া হবে বলে গেলেন কেন? উল্টে নির্যাতিতাকে নিয়েই প্রশ্ন তুললেন কামারহাটির তৃণমূল বিধায়ক। বললেন, দুর্বৃত্তরা পরিস্থিতির সুযোগ নিয়েছে। ছাত্রী একা গেলেন কেন? কাউকে জানিয়ে যেতে পারতেন। অন্য মেয়েদেরও এর থেকে শিক্ষা নেওয়া উচিত। এমন ক্ষেত্রে তৃণমূল পার্টি অফিসে জানান, আমাদের কর্মীরা নিরাপত্তা দেবে। কসবায় গণধর্ষণকাণ্ডে মন্তব্য করেন মদন মিত্র।
আরও খবর...
আসানসোলে একটি আবাসনে আগুন, অগ্নিদগ্ধ হয়ে মৃত ৩ । গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ । আসানসোল দক্ষিণ থানার বৈশালি পার্ক এলাকার ঘটনা । শনিবার রাতে আবাসনের নীচের তলা থেকে ধোঁয়া হয় । আবাসিকরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও সফল হননি । দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে
তবে আগুন লাগার কারন এখনো জানা যায়নি
কসবা থানার পর এবার আইন কলেজে জাতীয় মহিলা কমিশন । নির্যাতিতার বাড়িতে গিয়ে কথা বলতে চান NCW । ৫ সদস্যের SIT-এর সঙ্গেও কথা বলবে জাতীয় মহিলা কমিশন
ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার কথা NCW-এর






















