Mahua Moitra: ক্যাশ ফর কোয়েশ্চেন কাণ্ডে কাল এথিক্স কমিটিতে হাজিরা মহুয়া মৈত্রর | ABP Ananda Live
Cash for Question: ক্যাশ ফর কোয়েশ্চেন কাণ্ডে কাল এথিক্স কমিটিতে হাজিরা মহুয়া মৈত্রর। কলকাতা ছাড়ার আগে বিজেপিকে তীব্র আক্রমণ তৃণমূল সাংসদের। 'যে কোনও ভাবে বিজেপি আমার মুখ বন্ধ করতে চায়'। 'এক পয়সা নিয়েছি, প্রমাণ থাকলে বিজেপি এথিক্স কমিটিতে ডাকত না'। 'এফআইআর করে সরাসরি জেলে ঢুকিয়ে দিত'। '২ নভেম্বর এথিক্স কমিটিতে যাব, সব অভিযোগ খণ্ডন করব'। 'এথিক্স কমিটির সাংসদ পদ খারিজ করার কোনও ক্ষমতা নেই' । 'আড়াই বছর ধরে এথিক্স কমিটি কোনও বৈঠক করেনি'। 'বিজেপি সাংসদ রমেশ বিদুরিকে আজ অবধি ডাকেনি এথিক্স কমিটি'। 'খুব বেশি হলে সাংসদকে সাসপেন্ডের জন্য এথিক্স কমিটি সুপারিশ করতে পারে'। 'ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিজেপি নোংরা রাজনীতি করছে'। মন্তব্য তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর


















