RG Kar: 'কারও বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে, তদন্ত তো সিবিআই করছে', চিকিৎসকদের বার্তা মমতার
ABP Ananda Live: জুনিয়র চিকিৎসকদের উদ্দেশে বার্তা মমতা বন্দ্যােপাধ্যায়ের (Mamata Banerjee)। নবান্নতে গিয়েও বৈঠকে না বসার সিদ্ধান্ত অনড় থেকেছেন জুনিয়র চিকিৎসকরা। লাইভ স্ট্রিমিংয়ের ক্ষেত্রে রাজ্য সরকার রাজি হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, 'সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আমরা লাইভ স্ট্রিমিং করতে পারি না। আমরাও চাই নির্যাতিতা বিচার পাক, কিন্তু মামলা আর আমাদের হাতে নেই। আমরা ডাক্তারদের নিরাপত্তা, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি নিয়ে আলোচনায় রাজি ছিলাম। বিচারাধীন মামলার কারণেই লাইভ সম্প্রচারে সমস্যা আছে। ২ ঘণ্টা অপেক্ষার পরেও ডাক্তাররা আসেননি। তারপরেও আমরা কোনও পদক্ষেপ করব না। ওঁরা ছোট, তাই ক্ষমা করে দেব। আমি ৩ বার চেষ্টা করলাম, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে। ২৭ জনের বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে, ৭ লক্ষ মানুষ পরিষেবা পাননি।'



















