Mamata Banerjee: SSC রায়ের পিছনে চক্রান্তের তত্ত্বে নেতাজি ইন্ডোরের সভা থেকে আক্রমণে মুখ্যমন্ত্রী
ABP Ananda Live: চাকরি বাতিলের রায়ের নেপথ্যে কোনও খেলা নেই তো? শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার চক্রান্তের অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একজন প্রধান বিচারপতির রায়, আরেকজন প্রধান বিচারপতি কীভাবে বদলে গেল তা নিয়ে ফের প্রশ্ন তুললেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। একই অনুষ্ঠানে হাজির থেকে বিচারব্য়বস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন আবুল বাসার।
বললেন ভারতের বিচার ব্যবস্থা অন্ধগলিতে ঢুকে পডেছে। বিচারব্য়বস্থার সমালোচনা করলেন মন্ত্রী পার্থ ভৌমিকও। মুখ্য়মন্ত্রীর মন্তব্য়ের প্রেক্ষিতে, বিচারব্য়বস্থাকে অপমানের অভিযোগ তুলে, দেশের প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন বিজেপি সাংসদ জ্য়োতির্ময় সিং মাহাতো।
রান্নার গ্য়াসের মূল্যবৃদ্ধিতে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর, 'বাহবা নন্দলাল, হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল..'!
সাধারণ মানুষের ঘাড়ে বাড়ল আরও খরচের বোঝা। রান্নার গ্য়াসের দাম এক লাফে ৫০ টাকা বাড়াল মোদি সরকার। ৮২৯ টাকা থেকে বেড়ে, রান্নার গ্য়াসের একেকটা সিলিন্ডারের দাম হল ৮৭৯ টাকা। যা শুনে সাধারণ মানুষের মাথায় হাত! আর অর্থনীতিবিদরা বলছেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম তো হু হু করে কমেছে। তাহলে সাধারণ মানুষ তার সুবিধা পাচ্ছে না কেন? এ যেন গোদের ওপর বিষফোড়া!ব্ল্য়াক মনডে।একটা ধাক্কা সামলে ওঠার আগেই, সাধারণ মানুষের ঘাড়ে একের পর এক বোঝা।
শেয়ার বাজারে ভয়ঙ্কর ধসের জেরে ১ দিনে ১৩ লক্ষ কোটি টাকা উধাও। এর কয়েকদিন আগেই ১ এপ্রিল দাম বাড়ানো হয়েছে ৭৪৮টা ওষুধের। আর এবার রান্নার গ্য়াসের সিলিন্ডারের দাম বাড়াল মোদি সরকার। ৮২৯ থেকে সোজা ৮৭৯। এক লাফে ৫০ টাকা দাম বাড়ানো হল রান্নার গ্য়াসের সিলিন্ডারের। এই খবরে আর পাঁচ জনের মতোই মাথায় হাত পড়েছে পাটুলির বাসিন্দা শীলা ঘোষের। এভাবে বেড়ে চলা খরচের ধাক্কা কীভাবে সামলাবেন, বুঝে উঠতে পারছেন না।


















