Mamata Banerjee: 'সুতি, ধুলিয়ান নিয়ে নতুন সাব ডিভিশন অফিস হবে', ঘোষণা মুখ্যমন্ত্রীর
ABP Ananda Live: 'সুতি, ধুলিয়ান নিয়ে নতুন সাব ডিভিশন অফিস হবে'। 'মুর্শিদাবাদে বাম জমানা দাঙ্গায় ৪০ জনের মৃত্যু হয়েছিল'। 'বিজেপির কথায় প্ররোচিত হবে না, ভাগাভাগি করবেন না'
'আমি দাঙ্গা দেখতে চাই না, আমি দাঙ্গার বিরুদ্ধে'। 'বাইরে থেকে লোক এনে দাঙ্গা করায়, প্ররোচনায় পা দেবেন না'। 'কেউ দাঙ্গা করলে, দিদি তাদের সঙ্গে থাকবে না'। 'ধর্ম মানে মানবিকতা, আমরা দাঙ্গা চাই না'। 'আমরা সবাই একসঙ্গে দুর্গাপুজো করি'। 'আগে বলতো, বাংলায় নাকি পুজো করতে দেওয়া হয় না'। 'বাংলায় কথা বললেও পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার'
'কেন বাংলার পরিযায়ী শ্রমিকদের গায়ে হাত পড়ছে?' 'অনেক অভিযোগ পেয়েছি, মুখ্যসচিব চিঠি দিয়েছেন'। 'ভিনরাজ্যে বাংলায় কথা বলে আক্রান্ত পরিযায়ী শ্রমিকরা'। 'রাজ্যে রাজ্যে বিভেদ করবেন না'। বললেন মুখ্যমন্ত্রী।



















