Mamata Banerjee: 'সীমান্তবর্তী জেলাগুলোর নিরাপত্তার ওপর আরও জোর দিতে হবে', বার্তা মুখ্য়মন্ত্রীর
ABP Ananda Live: সীমান্তবর্তী জেলাগুলোর নিরাপত্তার ওপর আরও জোর দিতে হবে। টহলদারি আরও বাড়াতে হবে পুলিশকে। উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠকে গতকাল এমনই বার্তা দিলেন মুখ্য়মন্ত্রী।
মুর্শিদাবাদ দাঙ্গায় তৃণমূল-যোগের বিস্ফোরক অভিযোগ উঠে এসেছে হাইকোর্টের তৈরি তিন সদস্য়ের অনুসন্ধান কমিটির রিপোর্টে। সংবাদসংস্থা ANI সূত্রে খবর, রিপোর্টে বলা হয়েছে, ধুলিয়ানে তাণ্ডবের নির্দেশ দিয়েছিলেন স্থানীয় কাউন্সিলর। এই রিপোর্ট প্রসঙ্গে বিজেপি নেতাদের মুখে উঠে এসেছে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর এবং বর্তমানে তৃণমূল কাউন্সিলরের স্বামী মেহবুব আলমের নাম। বিজেপির মুখপাত্র সুধাংশু ত্রিবেদী আজ বলেছেন "বলা হয়েছে, ১১ এপ্রিল, দুপুর ২ টো থেকে সমস্ত হামলা, স্থানীয় কাউন্সিলর মেহবুব আলমের নির্দেশে হয়েছিল। পুলিশ প্রশাসন কিছু করেনি।" যদিও, মেহবুব আলম এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁর বক্তব্য, অভিযোগটা বেতবোনার লোককে দিয়ে করানো হয়েছে, বিজেপি এবং RSS দ্বারা তারা পরিচালিত হয়ে বলেছে। সংবাদসংস্থা ANI সূত্রে খবর, অনুসন্ধান কমিটির রিপোর্টে উল্লেখ করা হয়েছে, বিধায়কও উপস্থিত ছিলেন। তিনি তাণ্ডব দেখেন, তারপর চলে যান। তার পরের দিনও তাণ্ডব চলে।


















