Mamata Banerjee: দলীয় নেতাদের ভাবমূর্তি শোধরানোর জন্য কী বার্তা? ABP Ananda Live
ABP Ananda Live: 'যেখানে আমরা জিতিনি, সেখানে মানুষের ঘরে ঘরে গিয়ে বলবেন, আমাদের ক্ষমা করবেন।' লোকসভায় বিপুল জয়, তারপর উপ নির্বাচনেও বিজেপি পর্যদস্ত করার পরও, ২০২৬-এর বিধানসভা ভোটের কথা মাথায় রেখেই কি এখন থেকেই দলীয় নেতাদের ভাবমূর্তি শোধরানোর বার্তা দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়? একুশে জুলাইয়ের মঞ্চে তৃণমূলনেত্রীর এই বক্তব্যে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধীরা।
২০২১ সালের বিধানসভা ভোটের পর ২০২৪ সালের লোকসভা নির্বাচন। ফের একবার বিজেপিকে বাংলায় পরাজিত করেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। কিন্তু, রাজ্যের ৪২টি লোকসভা আসনের মধ্যে ২৯টিতেই তৃণমূল জয়ী হলেও, লোকসভার পুরসভাভিত্তিক ফল বিশ্লেষণে দেখা যাচ্ছে, রাজ্যের ১২১টি পুরসভার মধ্য়ে ৭৪টিতেই ওয়ার্ড ভিত্তিক ফলাফলের নিরিখে ১ নম্বরে রয়েছে বিজেপি। তৃণমূল ৪১টিতে এগিয়ে রয়েছে। কলকাতা পুরসভার ক্ষেত্রেও ১৪৪ ওয়ার্ডের কলকাতা পুরসভায় শেষ ভোটে মাত্র ৩টি ওয়ার্ডে জিতেছিল বিজেপি। সেখানে এবার লোকসভা ভোটের ফলের নিরিখে ৪৫টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে তারা।