Mamata Banerjee on LPG: কমল LPG গ্যাসের দাম, মমতা বললেন, এটাই INDIA জোটের কামাল । ABP Ananda Live
ভোট আসে, ভোট যায়। প্রথমে দাম কমে। পরে দাম বাড়ে জ্বালানির। অন্তত এতদিন এমনটাই দাবি ছিল তৃণমূলের শীর্ষ নের্তৃত্বের। ৫ রাজ্যের বিধানসভা ভোটের আগেও এমনই কটাক্ষ শোনা গিয়েছিল রাজ্যের শাসকদলের তরফে। কারণ সেসময় জ্বালানির দরে বড় বদল এসেছিল। বিরোধীদের কথায়, তাও সেটা বিজেপি শাসিত রাজ্যেই বেশি প্রভাব দেখা গিয়েছিল। এবার কথা হচ্ছে, বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর তার আগে ফের চব্বিশের ভোটের আগে বড় ঘোষণা কেন্দ্রের। আজ্ঞে হ্যাঁ, দাম কমছে গ্যাসের। তবে শাসকদলের তরফে এবার এল না কটাক্ষ। বরং তাঁদের 'বিরোধী জোটের' জন্যই এটা সম্ভব হয়েছে, টুইটে বিশ্লেষণ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) । এদিন টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'শেষ দু'মাসে ইন্ডিয়া জোটের মাত্র ২টি বৈঠক হয়েছে। আজ এলপিজি গ্যাসের দাম ২০০ টাকা কমানো হল। এটাই ইন্ডিয়া-র ক্ষমতা।'