Murshidabad:মুর্শিদাবাদের দাঙ্গা নিয়ে পুলিশেরই চার্জশিটে খারিজ হয়ে গেল মুখ্যমন্ত্রীর বহিরাগত-তত্ত্ব!
ABP Ananda Live: মুর্শিদাবাদের দাঙ্গা নিয়ে পুলিশেরই চার্জশিটে খারিজ হয়ে গেল মুখ্যমন্ত্রীর বহিরাগত-তত্ত্ব! মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেছিলেন, "বহিরাগতরা কিছু লোককে স্থানীয় সাথে নিয়ে, কীভাবে করেছে সেই চক্রান্ত ফাঁস আমরা করে দেব।" কিন্তু, সূত্রের খবর, সামশেরগঞ্জ-হত্যাকাণ্ডে পুলিশের চার্জশিটে যে তেরোজন অভিযুক্তের নাম আছে, তাদের প্রত্য়েকের বাড়ি সামশেরগঞ্জের থানা এলাকায়। মুর্শিদাবাদের দাঙ্গায় বাবা-ছেলে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস খুনও হয়েছিলেন সামশেরগঞ্জ থানা এলাকাতেই। অর্থাৎ পুলিশই বলছে, প্রত্য়েকে স্থানীয় বাসিন্দা। কেউ বাইরের নন। যা মুখ্য়মন্ত্রীর বহিরাগত-তত্ত্বের একেবারে উল্টো।
OBC সংরক্ষণ ইস্যুতে চাপানউতোর, কীসের ভিত্তিতে সংরক্ষণের তালিকা রাজ্যের ? জানালেন মুখ্যমন্ত্রী; বড় প্রশ্ন শুভেন্দুর
OBC সংরক্ষণ নিয়ে উত্তেজনা ছড়াল পশ্চিমবঙ্গ বিধানসভায়। ধর্মের ভিত্তিতে নয়, আর্থিক অবস্থা বিবেচনা করেই, OBC-র ক্য়াটিগরি করা হয়েছে। আজ বিধানসভায় দাঁড়িয়ে এ নিয়ে সরকারের অবস্থান ব্য়াখ্য়া করলেন মুখ্য়মন্ত্রী। পাল্টা সংখ্য়ালঘু তোষণের অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী। বলেন, এটা মুসলিম লিগের সরকার হয়ে গেছে। ওবিসি সংরক্ষণ ইস্যুতে মঙ্গলবার তপ্ত হয়ে ওঠে বিধানসভা। নতুন করে সংরক্ষণ তালিকা প্রকাশ নিয়ে বিধানসভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। এরপরই বিরোধী দলনেতা বক্তব্য রাখার জন্য হাত তুলে আবেদন জানান। কিন্তু তাঁকে বিধানসভায় বলতে দেওয়া হয়নি বলে অভিযোগ। এরপরই বিধানসভার গেটের বাইরে বেরিয়ে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা।



















