Firhad Hakim: 'রিপোর্ট দেখেই সিদ্ধান্ত হবে বহুতল ভাঙার বিষয়ে', ট্যাংরার হেলে পড়া বহুতল নিয়ে মেয়র | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: সব হেলে পড়া বাড়িই বিপজ্জনক নয়, যদি স্ট্রাকচারাল স্টেবিলিটি থাকে। তাই ইঞ্জিনিয়ারিং বিভাগের আধিকারিকরা রিপোর্ট দেওয়ার পরই সিদ্ধান্ত হবে বহুতল ভাঙার বিষয়ে। ট্যাংরার হেলে পড়া বহুতল সম্পর্কে বললেন মেয়র। বাড়ি ভাঙা হলে আবাসিকদের জন্য বাংলার বাড়ি করে দেওয়া হবে। আশ্বাস কাউন্সিলরের।
কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার
CBI-এ অনাস্থা। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার। হাইকোর্টে রিট পিটিশন দায়ের করলেন কাঁকুড়গাছির নিহত বিজেপি কর্মীর দাদা।CBI-এর ভূমিকায় প্রশ্ন তুলে তাঁর দাবি, প্রথম চার্জশিটে ২০ জনের উল্লেখ ছিল। পরে তিনি আরও কয়েকজনের নাম বলেন। কিন্তু তাঁদের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট দেয়নি সিবিআই। ২ অভিযুক্তের জামিনের বিরোধিতায় সুপ্রিম কোর্টে আবেদন করা হলেও সেখানে সিবিআইয়ের আইনজীবী উপস্থিত ছিলেন না বলে অভিযোগ কাঁকুড়গাছির নিহত বিজেপি কর্মীর দাদা বিশ্বজিৎ সরকারের। ২০২১ সালে বিধানসভা ভোটের গণনার দিন অর্থাৎ ২ মে খুন হন বিজেপি কর্মী অভিজিৎ সরকার।



















