Md Salim: বোমার বলি বালিকা, তামান্নার বাড়িতে মহম্মদ সেলিম, কী বললেন তিনি?
ABP Ananda LIVE: কালীগঞ্জে ভোটের বোমার বলি বালিকা, তামান্নার বাড়িতে মহম্মদ সেলিম । বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা সিপিএম রাজ্য সম্পাদকের ২৩ জুন কী ঘটেছিল, বর্ণনা করলেন তামান্নার মা । পরিবারের পাশে থাকার বার্তা সেলিম-সহ সিপিএম নেতৃত্বের।
কলেজেই আইনের ছাত্রীকে 'গণধর্ষণ', মিলল 'নির্যাতনের ভিডিও'। ধৃত একজনের মোবাইলে মিলল নির্যাতনের ভিডিও: পুলিশ সূত্র। নির্যাতনের ভিডিও তুলে ব্ল্যাকমেলের অভিযোগ কলেজ ছাত্রীর। ল' কলেজে 'গণধর্ষণ', সাড়ে ৭ ঘণ্টার CC ফুটেজ উদ্ধার। ২৫ জুন: দুপুর ৩.৩০ থেকে রাত ১০.৫০ পর্যন্ত CC ফুটেজ উদ্ধার। অভিযোগকারিণীর বয়ানের সঙ্গে ফুটেজ মিলিয়ে দেখছে পুলিশ, খবর সূত্রের।
কসবায় কলেজ ছাত্রীকে 'গণধর্ষণ', ফরেন্সিক পরীক্ষায় ধস্তাধস্তির প্রমাণ: সূত্র। কলেজের ইউনিয়ন রুম, ওয়াশ রুম ও গার্ড রুম পরিদর্শন বিশেষজ্ঞদের। ঘটনাস্থল থেকে উদ্ধার ছেঁড়া চুল, ধস্তাধস্তির প্রমাণ মিলেছে, খবর সূত্রের। FIR উল্লেখিত হকি স্টিক ও বেশ কিছু নমুনাও সংগ্রহ ফরেন্সিক বিশেষজ্ঞদের। নির্যাতিতার অভিযোগে উল্লেখ, ধর্ষণে বাধা দেওয়ায় তাঁকে হকি স্টিক দিয়ে মারার চেষ্টা হয়। এছাড়াও ইউনিয়ন রুম থেকে মিলেছে প্লাস্টিক ও কাচের বেশ কিছু বোতল। কসবাকাণ্ডে ঘটনার পুনর্নির্মাণ হওয়ার সম্ভাবনা।


















