Medinipur News:বীর বিপ্লবীদের সন্ত্রাসবাদী আখ্য়া, বিশ্ববিশ্ববিদ্য়ালয়ের প্রশ্নপত্র ঘিরে সমালোচনার ঝড়
ABP Ananda Live: বাংলার বীর বিপ্লবীদের সন্ত্রাসবাদী আখ্য়া বিদ্য়াসাগর বিশ্ববিশ্ববিদ্য়ালয়ের প্রশ্নপত্রে। সেই প্রশ্নপত্র ঘিরে সমালোচনার ঝড়। ইতিহাসের প্রশ্নপত্রেই ইতিহাস বিকৃতি!
১৯৩১ থেকে ১৯৩৩ এই তিন বছরে মেদিনীপুরে তিন মেজিস্ট্রেটকে হত্য়া করেন অগ্নিযুগের বীর বিপ্লবীরা। ১৯৩১ সালের ৭ এপ্রিল, মেদিনীপুর কলেজিয়েট স্কুলে বিপ্লবী বিমল দাশগুপ্ত, জ্যোতিজীবন ঘোষের গুলিতে নিহত হন জেলা জেলা ম্যাজিস্ট্রেট জেমস পেডি। একবছর পর ১৯৩২ সালের ৩০ এপ্রিল, আরেক ম্যাজিস্ট্রেট রবার্ট ডগলাসকে জেলা বোর্ডের অফিসের মধ্যেই হত্যা করেন বিপ্লবী প্রদ্যোৎ ভট্টাচার্য ও প্রভাংশুশেখর পাল। পরের বছর ১৯৩৩-এর ২ সেপ্টেম্বর, মেদিনীপুরের একটি মাঠে জেলা ম্যাজিস্ট্রেট বার্নাড ই জে বার্জকে হত্যা করেন বিপ্লবী অনাথবন্ধু পাঁজা, মৃগেন দত্ত, ব্রজকিশোর চক্রবর্তী, রামকৃষ্ণ রায় ও নির্মলজীবন ঘোষ।পশ্চিমবঙ্গের সরকারি বইয়ে বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের সন্ত্রাসবাদী আখ্য়া দেওয়া নিয়ে তুঙ্গে বিতর্ক।


















