Medinipur Saline Incident:বিষাক্ত রিঙ্গার ল্যাকটেটেই বিপত্তি,স্যালাইনকাণ্ডে প্রাথমিক রিপোর্টে সন্দেহ
ABP Ananda Live: বিষাক্ত রিঙ্গার ল্যাকটেটেই বিপত্তি, স্যালাইনকাণ্ডে প্রাথমিক রিপোর্টে সন্দেহ। 'রিঙ্গার ল্যাকটেট বিশুদ্ধ না থাকার কারণেই বিপত্তি বলে সন্দেহ'। 'মেডিসিন বিভাগের রোগীদেরকেও RL স্যালাইন দেওয়ার পর জ্বর-কাঁপুনি'। স্যালাইন কাণ্ডের তদন্ত রিপোর্টে উল্লেখ, খবর সূত্রের । RL স্যালাইনে সমস্যার কথা জেনেও কেন ব্যবহার? ১ প্রসূতির মৃত্যু ও বাকিদের অসুস্থতার দায় কার?
ফের মালদা, বাইকে করে এসে তৃণমূল নেতার এই হাল করল দুষ্কৃতীরা; পিছনে কে ?
দুলাল সরকার হত্যাকাণ্ডের এখনও দুই সপ্তাহ অতিক্রান্ত হয়নি। তারমধ্যেই আর এক তৃণমূল নেতা গুলিবিদ্ধ হলেন। আজ সকালে শ্যুটআউটের ঘটনা ঘটেছে কালিয়াচকের নয়াবস্তি এলাকায়। অঞ্চল সভাপতি বকুল শেখ এবং তাঁর সঙ্গীরা গিয়েছিলেন একটি রাস্তার কাজে শিলান্যাস করতে। সেই সময় বকুল শেখকে লক্ষ্য করে গুলি করা হয়। স্থানীয় সূত্রে খবর, বাইকে করে এসে বকুল শেখকে খুব কাছ থেকে গুলি করা হয়েছে। অঞ্চল সভাপতি ছাড়াও আরও দুই তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হন। আহতদের উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বকুল শেখের অবস্থা সংকটজনক। কে বা কারা গুলি চালাল তা তদন্ত করে দেখছে কালিয়াচক থানার পুলিশ। পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে।


















