Morning Headlines: নেপালে ফের ভূমিকম্প, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৪, অন্তত ৬৪ জনের মৃত্যু
Nepal Earthquake: নেপালে ফের ভূমিকম্প, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬ দশমিক ৪। অন্তত ৬৪ জনের মৃত্যু। আহত শতাধিক। কেঁপে উঠল দিল্লি-এনসিআর, উত্তরপ্রদেশ, বিহার। কাঁপল কলকাতাও।
Nepal Earthquake: ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার নিচে ভূকম্পনের কেন্দ্রস্থল। আতঙ্কে বাইরে বেরিয়ে এলেন বাসিন্দারা।
Ration Scam: বিজেপি ফাঁসিয়েছে, জানেন মমতা-অভিষেক। দাবি রেশন বণ্টন দুর্নীতি মামলায় ধৃত জ্যোতিপ্রিয়র।
Ration Scam: আত্মবিশ্বাস আছে বলেই নিজেকে নির্দোষ বলেছেন জ্যোতিপ্রিয়। মমতা জানেন কিনা, সেটা দলের কাছে খবর নিতে হবে। প্রতিক্রিয়া জ্যোতিপ্রিয়-কন্যার।
Ration Scam: ভাগ পাঠিয়েছেন বলেই জানেন মমতা-অভিষেক। দুদিনের মধ্যে আরও নাম সামনে আসবে। কটাক্ষ বিজেপির। দুর্নীতি হয়েছে জানেন মুখ্যমন্ত্রী, আক্রমণ সুজনের।
Ration Scam: রেশন বণ্টন দুর্নীতিকাণ্ডে নজরে এজেন্টরা। বাকিবুরের গম-চালকলে কত ধান-গম এসেছে, কত গিয়েছে ডিস্ট্রিবিউটারের কাছে, এফসি আইয়ের কাছে হিসেব চাইল ইডি।
Kunal Ghosh: অধিকারী পরিবারের অনিয়ম, হিসাবের কারচুপি ২৪ ঘণ্টার মধ্যে সামনে আসবে। হুঁশিয়ারি কুণালের। দলেই বিশ্বাসযোগ্যতা নেই, কুণালের কথার কোনও গুরুত্ব নেই, পাল্টা সজল।
Chattisgarh: ভোটের আগে বিপাকে কংগ্রেস শাসিত ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী। ভূপেশ বাঘেলকে ৫০৮ কোটি টাকা দিয়েছিল আর্থিক তছরূপে অভিযুক্ত মহাদেব বেটিং অ্যাপ। জানাল ইডি, পিটিআই সূত্রে খবর।
DA Protest: শহিদ মিনারে ডিএ-মঞ্চে নাটক মঞ্চস্থ করার কয়েক ঘণ্টার মধ্যে কল্যাণীর প্রেক্ষাগৃহে চাকদা নাট্যজনের চারদিনের বুকিং বাতিল। শাসকের রোষ, প্রশ্ন বিভিন্ন মহলে।
DA Protest: নিয়ম মেনে বুকিং, তাও কেন ৩ মাস পর বাতিল ? কোথাও থেকে নিশ্চয়ই চাপ আছে, আশঙ্কা নাট্যজনের সম্পাদকের। সরকারি অনুষ্ঠান থাকার কারণে সিদ্ধান্ত, জানাল কল্যাণী পুরসভা।
Mahua Moitra: ক্যাশ ফর কোয়েশ্চেনকাণ্ডে এথিক্স কমিটির বৈঠকে তুলকালাম। কোণঠাসার চেষ্টা, কড়া শাস্তির সুপারিশ করতে পারে এথিক্স কমিটি। মহুয়ার পাশে দল থাকার বার্তা দিয়ে মন্তব্য সুদীপের।
Mahua Moitra:মহুয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়েই প্রশ্ন, কিন্তু তদন্ত যাতে বন্ধ হয়ে যায় তার জন্যই পরিস্থিতি তৈরি করেন তৃণমূল সাংসদ, পাল্টা দাবি এথিক্স কমিটির চেয়ারম্যানের।
World Cup 2023: ররিবার ইডেন গার্ডেন্সে ভারত--দক্ষিণ আফ্রিকা ম্যাচ। কলকাতায় টিম ইন্ডিয়া। শহরে এসেই পিচ দেখতে ছুটলেন দ্রাবিড়। পিচ ব্যাটিং সহায়ক, সুবিধা পাবেন বোলাররা, সিএবি সূত্রে খবর।
World Cup 2023: ইডেন গার্ডেন্সে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিটের কালোবাজারি। সিএবি প্রেসিডেন্টকে নোটিস পুলিশের। সংস্থার প্রতিনিধিকে হাজিরার নির্দেশ কলকাতা পুলিশের।