Murshidabad: মুর্শিদাবাদে টোল কর্মীদের ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
টোল আদায়কে (Toll collection)কেন্দ্র করে ধুন্ধুমার বাঁধল মুর্শিদাবাদের (Murshidabad) ফরাক্কায়। স্থানীয় বিধায়কের নেতৃত্বে টোল কর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা তাদের উপরই হামলা চালানোর দাবি করেছে শাসক দল। ইটবৃষ্টির জেরে আহত হয়েছেন দু’পক্ষের বেশ কয়েকজন।
স্থানীয় সূত্রে খবর, এদিন টোল সংগ্রহকারী সংস্থার অফিসে এসে টোল আদায় বন্ধ করতে বলে তৃণমূল বিধায়ক। বেশি টোল ট্যাক্স নেওয়ার অভিযোগ তৃণমূল বিধায়কের। অভিযোগ, এরপরই মারমুখী হয়ে ওঠেন বিধায়কের সঙ্গে আসা তৃণমূল (TMC) কর্মীরা। এরপরই বিধায়কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেন টোল আদায়কারী সংস্থার কর্ণধার। তাঁর অভিযোগ নস্যাৎ করে দিয়ে প্রাক্তন কংগ্রেস বিধায়কের ঘাড়ে দোষ চাপিয়েছেন বর্তমান বিধায়ক। এদিনের গন্ডগোলের জেরে ৫-৬ জন আহত হয়েছেন। এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ।



















