এক্সপ্লোর
Fake Teacher Arrested : সুতির স্কুলের জাল নিয়োগপত্র নিয়ে শিক্ষকতায় যোগ দেওয়া অনিমেষ তিওয়ারি গ্রেফতার !
সুতির গোঠা হাই স্কুলের জাল নিয়োগপত্র নিয়ে শিক্ষকতায় যোগ দেওয়া অনিমেষ তিওয়ারি গ্রেফতার। আজ ধৃত অনিমেষ তিওয়ারিকে জঙ্গিপুর কোর্টে তোলা হবে। পঞ্চায়েতে ভোট দিতে এসে গ্রেফতার, খবর সিআইডি সূত্রে । সিআইডির পাতা জালে গ্রেফতার অনিমেষ। গোঠা হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন আশিস তিওয়ারি। জালিয়াতি করে ছেলেকে গোঠা হাই স্কুলের শিক্ষকতার চাকরি দেওয়ার অভিযোগ আশিস তিওয়ারির বিরুদ্ধে।
জেলার
'এই চাকরি চোর সরকারকে তাড়াতেই হবে', হুঙ্কার সুকান্ত মজুমদারের
আরও দেখুন


















