Murshidabad News: মুর্শিদাবাদে আপাতত থাকছে কেন্দ্রীয় বাহিনী, জানিয়ে দিল আদালত
ABP Ananda Live: 'সন্ত্রস্ত মুর্শিদাবাদে আপাতত থাকছে কেন্দ্রীয় বাহিনী'। 'শান্তিরক্ষা, পুনর্বাসনের জন্য পদক্ষেপ নিতে হবে'। মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী নিয়ে নির্দেশ হাইকোর্টের। 'মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী থাকুক, চাইছে কেন্দ্র'। 'অন্য জেলাতেও অশান্তির আশঙ্কা আছে, বলছে গোয়ন্দা রিপোর্ট'। 'যোগ্য অশিক্ষক কর্মীদের পাশে আছে সরকার'। 'চাকরিহারাদের পাশে রাজ্য সরকার'। 'আদালতের রায়কে সমর্থন জানাই'। 'আইনি পরামর্শ নিয়ে আমরা পরবর্তী সিদ্ধান্ত জানাব'। 'আইনি পরামর্শ নিয়ে রিভিউ পিটিশন'। 'রায়ের কপি হাতে পেলে পরবর্তী পদক্ষেপ', মন্তব্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। কারও চিকিৎসার জন্য জমানো টাকা লুঠ হয়ে গেছে। কেউ মাথা গোঁজার ঠাঁইটুকু হারিয়েছেন। কেউ আবার সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরেছেন। কোনওরকমে জান-মান বাঁচিয়ে এক কাপড়ে পালিয়েছেন মালদার ত্রাণ শিবিরে। মুর্শিদাবাদের এই মানুষগুলোর চোখে-মুখে এখনও আতঙ্ক। পুলিশ-প্রশাসন বারবার আশ্বাস দিলেও তাঁরা এখনও ফিরতে পারছেন না নিজভূমে। আশার কথা, অশান্তির মাঝে পড়ে গুলিবিদ্ধ হয়েও রমজান, আখতারুল মোল্লারা এখনও শান্তির বার্তা দিচ্ছেন।


















