Murshidabad News: ১ হাজার ১৮৩টি অবৈধ সিমকার্ড উদ্ধার ! মুর্শিদাবাদে বেআইনি সিমকার্ডের রমরমা কারবার
ABP Ananda LIVE: মুর্শিদাবাদের বেলডাঙায় বেআইনি সিমকার্ডের রমরমা কারবার । উদ্ধার হয়েছে বিভিন্ন সংস্থার ১ হাজার ১৮৩টি অবৈধ সিমকার্ড । হোসেন মল্লিক ও মোমিন মল্লিক নামে ২ জনকে গ্রেফতার করেছে বেলডাঙা থানার পুলিশ পুলিশ সূত্রে খবর, বিহার-ঝাড়খণ্ড থেকে পুরনো কি-প্যাড মোবাইল এনে, সিমকার্ড খুলে অবৈধভাবে বিক্রি করা হত । এই সিমকার্ডগুলি কাদের হাতে পৌঁছেছে, কীভাবে কাজে লাগানো হয়েছে, খতিয়ে দেখছে পুলিশ
আরও খবর....
পূর্ব বর্ধমানের মেমারিতে জোড়া খুন। প্রৌঢ় দম্পতিকে নৃশংসভাবে গলার নলি কেটে খুনের পর দেহ বাড়ির সামনে রাস্তায় ফেলে দেওয়া হয়। ঘটনার পর নিখোঁজ দম্পতির ছেলে। ছেলে বি টেক পাস, কাজ করতেন দিল্লির একটি কোম্পানিতে। স্থানীয় সূত্রে খবর, মাসতিনেক আগে নিখোঁজ হয়ে যান ছেলে। মাসদুয়েক আগে মুস্তাফিজুর ছেলেকে খুঁজে আনেন। তারপর থেকে মা-বাবার সঙ্গেই মেমারির বাড়িতে থাকতেন ছেলে। আজ সকালে বাড়ির সামনে রাস্তার ওপর দম্পতির রক্তাক্ত দেহ পড়েছিল।


















