Murshidabad News: জাফরাবাদে বাবা-ছেলের হত্যার ঘটনায় গ্রেফতার আরও ১
ABP Ananda Live: জাফরাবাদে বাবা-ছেলের খুনের ঘটনায় গ্রেফতার আরও ১। হাওড়ার ডোমজুড় থেকে গ্রেফতার ফেকারুল শেখ। বাবা-ছেলের খুনের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ৫। খুনের পর ধুলিয়ান থেকে পালিয়ে এসে যায় ফেকারুল, খবর পুলিশ সূত্রে। ডোমজুড়ে রাজমিস্ত্রির ছদ্মবেশে আত্মগোপন করে ফেকারুল: পুলিশ। ধৃতদের জেরা করে ফেকারুলের হদিশ পায় পুলিশ। ১১ এপ্রিল: ওয়াকফ-অশান্তির জেরে খুন হন হরগোবিন্দ দাস ও তাঁর ছেলে।
অ্যাকশনে সেনা, ২দিনে ধূলিসাৎ ৯ জঙ্গির বাড়ি
পহেলগাঁওয়ের বদলা চায় দেশ। অ্যাকশনে সেনা। বিস্ফোরণে উড়ছে একের পর এক জঙ্গির বাড়ি। উপত্যকায় ২দিনে ধূলিসাৎ ৯ জঙ্গির বাড়ি। পহেলগাঁওয়ে জঙ্গি হামলা, পাল্টা প্রত্যাঘাত ভারতের উপত্যকায় একের পর এক জঙ্গির বাড়িতে বিস্ফোরণ । দক্ষিণ কাশ্মীরের কুপওয়াড়ায় গুঁড়িয়ে দেওয়া হল লস্কর-ই-তৈবার জঙ্গির বাড়ি । কুপওয়ারায় বিস্ফোরণে উড়ল জঙ্গি ফারুক আহমেদ তিদওয়ার বাড়ি ।


















