Murshidabad News: সুতি, সামশেরগঞ্জের বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে পুলিশ ও আধা সেনা
ABP Ananda Live: থমথমে সামশেরগঞ্জ, ধুলিয়ান, আজ এলাকা পরিদর্শনে যাচ্ছেন CRPF-এর IG। সুতি, সামশেরগঞ্জের বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে পুলিশ ও আধা সেনা। এখনও পর্যন্ত অশান্তি ও হিংসা ছড়ানোর অভিযোগে ১৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। চোখের সামনে ভয়ঙ্কর তাণ্ডব দেখে এখনও আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। উপদ্রুত এলাকায় রাস্তার মোড়ে মোড়ে পুলিশ পিকেট রয়েছে। তবে এলাকায় দোকান, বাজার বন্ধ, যানবাহন চলাচলও কম। গতকাল থেকে সামশেরগঞ্জে বাড়ি বাড়ি গিয়ে ক্ষয়ক্ষতির অভিযোগ নথিভুক্ত করছে প্রশাসন।
মুর্শিদাবাদের অশান্তির ঘটনায় এবার গভীর ষড়যন্ত্রের অভিযোগ তুললেন কুণাল ঘোষ
মুর্শিদাবাদের অশান্তির ঘটনায় এবার গভীর ষড়যন্ত্রের অভিযোগ তুললেন কুণাল ঘোষ। তাঁর বিস্ফোরক দাবি, BSF-এর একাংশের সহযোগিতায়, সীমান্ত দিয়ে আপত্তিকর হামলাকারীদের ঢুকিয়ে গন্ডগোল করানো হয়েছে। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। একইসঙ্গে এদিন অন্য রাজ্যের অশান্তির ছবি বাংলার বলে প্রচারেরও অভিযোগ তুলেছেন তৃণমূল নেতা। বিজেপির পাশাপাশি আক্রমণ করেছেন সিপিএমকে। যার জবাব দিয়েছে দুই বিরোধীদলই।


















