Murshidabad News: দিকে দিকে কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্পের দাবি স্থানীয় বাসিন্দাদের | ABP Ananda Live
ABP Ananda Live: দিকে দিকে কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প করা হোক এরকমই বিভিন্ন জায়গা থেকে বিক্ষোভের মাধ্যমে অনেকেই দাবি তুলছেন। দেড় লক্ষ টাকা জমিয়ে বাড়ির বেশ কিছু জিনিস করছিলেন। ভাবছিলেন, সুখে সংসার করবেন। শ্রমিকের কাজ করার জন্য একজন বাইরে থাকেন। বাকি ৮ সদস্য থাকতেন বেদবনা গ্রামে। সেই বেদবনা গ্রামে কখনো যাদের দাদা-জেঠা-কাকু বলে ডাকেন, তারা বাড়িতে এসে তাণ্ডব করবে, কখনো ভাবেননি বনবাসী মণ্ডল। তাঁর জমানো টাকা, তাঁর অল্প অল্প করে কেনা টুকিটাকি জিনিসপত্র সব নষ্ট করে দেওয়া হয়েছে। গত সাত-আট বছর ধরে তিনি বিভিন্ন সময়ে ঋণ নিয়ে যে জিনিসগুলো করেছেন, তা সব নষ্ট। সব হারিয়ে আজ মালদার বৈষ্ণবনগরের স্কুলের ত্রাণশিবিরে এসে আশ্রয় নিয়েছেন বনবাসী। এই পরিস্থিতিতে কবে বাড়ি ফিরতে পারবেন বুঝতে পারছেন না। অভিযোগ জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের কাছে। সমস্যার সুরাহা হবে কি ? আশা নিয়ে এভাবেই ত্রাণশিবিরে দিন কাটাচ্ছেন বনবাসী।


















