MushidabadNews:অ্যাকাডেমিক ক্যালেন্ডার নিয়ে বৈঠকে TMCনেতা ও সহকর্মীদের মারধর,পা ভাঙল প্রধান শিক্ষকের
ABP Ananda Live: অ্যাকাডেমিক ক্যালেন্ডার নিয়ে বৈঠকে তৃণমূল নেতা ও সহকর্মীদের মারধর। পা ভাঙল প্রধান শিক্ষকের, অভিযোগ উঠল মুর্শিদাবাদের ফরাক্কা হাইস্কুলে। এই ঘটনায় ১ জন শিক্ষককে গ্রেফতার করেছে ফরাক্কা থানার পুলিশ।
FIR-এ নাম রয়েছে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য কমিটির সদস্য তারিফ হোসেনের। আহত প্রধান শিক্ষক মালদা মেডিক্যাল কলেজে ভর্তি রয়েছেন। ফরাক্কা থানায় তৃণমূল নেতা ও স্কুল পরিচালন সমিতির সভাপতি-সহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। গত বছরের শুরুতে নরেন্দ্রপুরে (Narendrapur) স্কুলে ঢুকে শিক্ষক-শিক্ষিকাদের বেধড়ক মার, তাণ্ডব-ভাঙচুরের অভিযোগ উঠেছিল। প্রধান শিক্ষকের মদতেই বহিরাগতদের হামলার অভিযোগ উঠেছিল। যদিও অস্বীকার করেছিলেন প্রধান শিক্ষক। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়েছিলেন খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। থানা ঘেরাও করে প্রধান শিক্ষককে গ্রেপ্তারের দাবি জানিয়েছিলেন শিক্ষকরা।


















