Nadia News: নদিয়ায় শুধুমাত্র কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের তালিকা থেকে বাদ পড়ল প্রায় ৬ হাজার নাম!
ABP Ananda Live: নদিয়ার কালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। বাদ পড়ল ৫ হাজার ৮৪০জনের নাম। কীভাবে এত ভুয়ো ভোটারের নাম রয়ে গেল তালিকায়? প্রশ্ন তুলে তৃণমূল সরকারকে আক্রমণ শানিয়েছে বিজেপি।
সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাকিস্তানের লাগাতার গোলা বর্ষণে শহিদ হলেন ভারতীয় সেনার ল্য়ান্স নায়েক দীনেশ কুমার
সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাকিস্তানের লাগাতার গোলা বর্ষণে শহিদ হলেন ভারতীয় সেনার ল্য়ান্স নায়েক দীনেশ কুমার। ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানি জঙ্গি ঘাঁটি ধ্বংস করার পর থেকে, নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলা বর্ষণ আরও বাড়িয়ে দেয় পাক বাহিনী। তাতে একাধিক নিরীহ নাগরিকের মৃত্য়ু হয়। পাল্টা ভারতীয় সেনার জবাবে ১০জন পাক জওয়ানের মৃত্য়ু হয়। এরইমধ্য়ে পাকিস্তানের শেলিংয়ে মৃত্য়ু হয় ল্য়ান্স নায়েক দীনেশ কুমারের। সেনাবাহিনীর হোয়াইট নাইট কোরের তরফে একথা জানানো হয়েছে। নিহত দীনেশ কুমার হরিয়ানার বাসিন্দা।


















