Narendra Modi:'গোটা রাজ্য়ের শিক্ষা ব্য়বস্থাটাই ধ্বংস হয়ে গেছে',নিয়োগ দুর্নীতি নিয়ে Tmcকে আক্রমণ মোদির
ABP Ananda LIVE: তৃণমূলের পাপের জন্য়, কয়েক হাজার যুবক-যুবতী নয়, গোটা রাজ্য়ের শিক্ষা ব্য়বস্থাটাই ধ্বংস হয়ে গেছে। অন্ধকারে চলে গেছে, হাজার হাজার পরিবারের ভবিষ্য়ৎ। আজ আলিপুরদুয়ারের সভা থেকে এসএসসির ছাব্বিশ হাজার জনের চাকরি চলে যাওয়া নিয়ে এভাবেই তৃণমূল সরকারকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী। পাল্টা সুর চড়ালেন মুখ্য়মন্ত্রীও। বললেন, দুএকটা ক্ষেত্রে ঘটনা ঘটলেও, ব্য়বস্থা নেওয়া হয়েছে।
আরও খবর...
বাংলা আবাস প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পেতেই উপভোক্তাদের টাকা চেয়ে ফোন স্থানীয় তৃণমূল নেতার, বলে অভিযোগ।' ছ' হাজার টাকা দিতে হবে,যা পার্টি ফাণ্ডে জমা হবে' বলে হুমকি। বাড়ি বিক্রি করেও টাকা দিতে হবে। অভিযোগ, উপভোক্তাকে ফোনে হুমকি দিয়ে টাকা চাইছে তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামী ! ইতিমধ্যে সেই টাকা চাওয়ার ফোনের কথোপকথন প্রকাশ্যে এসেছে। যদিও এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করে দেখেনি এবিপি আনন্দ।


















