Mocha Update: ঘূর্ণিঝড়ের সতর্কতায় কাকদ্বীপ, কুলতলিতে NDRF-এর ২৫ জনের দল
অতি গভীর নিম্নচাপ পরিণত হয়েছে ঘূর্ণিঝড় মোকা-য়। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর থেকে তা এগোচ্ছে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে। ঘূর্ণিঝড়ের সতর্কতায় দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ, গোসাবা, কুলতলিতে পৌঁছে গেছে NDRF-এর ২৫ জনের একটি দল। বৃহস্পতিবার সমুদ্র ও নদীর উপকূলবর্তী এলাকায় মকড্রিল করেন কর্মীরা। জলোচ্ছ্বাসে, কোথাও নদী বাঁধ ভেঙে গেলে, গ্রামে জল ঢুকতে শুরু করলে, সঙ্গে সঙ্গে পরিস্থিতি সামাল দিতে তৈরি থাকবে এই টিম। ইতিমধ্যে জেলা, মহকুমা ও ব্লকস্তরে কন্ট্রোলরুম খোলা হয়েছে। গোসাবার বিডিও জানিয়েছেন, দুর্যোগ মোকাবিলায় সমস্ত রকম ভাবে তৈরি রয়েছে স্থানীয় প্রশাসন। সুন্দরবনের প্রত্য়ন্ত এলাকায় মজুত করা হয়েছে শুকনোো খাবার। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্য়জীবীদের। গভীর সমুদ্রে থাকা ট্রলারগুলিকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।



















