North 24 Parganas: নামেই পাকা রাস্তা, একটু টানলেই উঠে চলে আসছে পিচ আর পাথরের চাঁই! বনগাঁয় বিক্ষোভ। Bangla News
পথের দাবিতে পথে। হাত দিয়ে আলগা টান দিতেই উঠে আসছে পিচের চাঙড়! হাত দিলেই উঠে আসছে পাথরও! সামান্য হাতের চাপেই গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে পিচের চাঙড়! রাস্তার এমন মেরামতি নিয়ে শুরু হয়েছে বিক্ষোভ। এই ছবি উত্তর ২৪ পরগনার বনগাঁ ব্লকের ধরমপুকুর গ্রাম পঞ্চায়েতের। রাস্তার এই হাল দেখে ক্ষোভ উগরে দিচ্ছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে অভিযোগ, ঘাটবাওর মোড় থেকে বিভূতিভূষণ ঘাট পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার রাস্তা প্রায় ১০ বছর ধরে বেহাল। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পে কাজ শুরু হওয়ার পর ২০১৩ সালে আচমকা তা বন্ধ হয়ে যায়। সম্প্রতি আবার রাস্তা সংস্কারের কাজ শুরু করেছে তৃণমূল পরিচালিত উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ। নিম্নমানের রাস্তার ছবি সামনে আসতেই দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি।
দুর্নীতির অভিযোগ অস্বীকার করে এবিষয়ে উপযুক্ত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন রাস্তা তৈরির দায়িত্বে থাকা জেলা পরিষদের তৃণমূল সদস্য।
বিক্ষোভ-প্রতিবাদের জেরে রাস্তার হাল ফেরে কিনা এখন সেটাই দেখার।