এক্সপ্লোর
Kalpataru Utsav:কল্পতরু উৎসব উপলক্ষ্যে দক্ষিণেশ্বর মন্দিরে ভিড় পুণ্যার্থীদের। Bangla News
কল্পতরু উৎসব উপলক্ষ্যে দক্ষিণেশ্বর মন্দিরে ভিড় করেছেন পুণ্যার্থীরা। দক্ষিণেশ্বর শ্রীরামকৃষ্ণের কর্মভূমি। মূল মন্দির চত্বরের উল্টোদিকে কুঠিবাড়ি। এখানে একসময় থাকতেন শ্রীরামকৃষ্ণের বড় দাদা রামকুমার চট্টোপাধ্যায়। পরে ১৮৫৫ থেকে ১৮৭১ সাল পর্যন্ত মা চন্দ্রমণি দেবীর সঙ্গে থাকতেন শ্রীরামকৃষ্ণ। রানি রাসমণি, তাঁর জামাই মথুরবাবুর কুঠিবাড়িতে যাতায়াত ছিল। এখানে এখন শ্রীরামকৃষ্ণের প্রস্তর মূর্তি দেখতে ভিড় করেন ভক্তরা।
আরও দেখুন






















