Bagda Byelection 2024: 'ভুল থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি', মন্তব্য তৃণমূল বিধায়কের !
'তৃণমূল কংগ্রেস বড় পরিবার, কোথাও ভুল থাকতে পারে। 'মমতা বন্দ্যোপাধ্যায় তো কোনও অন্যায় করেননি। ভুল থাকলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।' বাগদায় উপনির্বাচনের আগে মন্তব্য তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর।
১০ জুলাই বাগদায় উপনির্বাচন। তার আগে ভোটারদের মন জয় করতে তৃণমূলে শুদ্ধিকরণের সুর? শুক্রবার তৃণমূলের নাম করে টাকা চাইলে জেলে পুরে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। শনিবার দলের ভুল ত্রুটির জন্য জনগণের কাছে ক্ষমা চাইলেন অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী।
শনিবার সেখানে একটি পথসভা করার কথা ছিল শুভেন্দু অধিকারীর। কিন্তু, অনুমতি না থাকার অভিযোগে শুক্রবার দুপুরে সভাস্থলে পৌঁছে প্রস্তুতি বন্ধ রাখার নির্দেশ দিলেন বাগদা বিধানসভার দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট।যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তবে শেষ অবধি এদিন প্রচারে নামেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।






















