Basirhat News: বসিরহাট উত্তরের তৃণমূল বিধায়ক রফিকুল ইসলামের সন্ধান চেয়ে পোস্টার
ABP Ananda Live: বসিরহাট উত্তরের তৃণমূল বিধায়ক রফিকুল ইসলামের সন্ধান চেয়ে পোস্টার। বিধায়কের অফিসের সামনেও পোস্টার লাগানো হয়েছে। পোস্টারের নীচে লেখা রয়েছে তৃণমূল সম্মান রক্ষা কমিটি। এখনও পর্যন্ত রফিকুল ইসলমের কোনও প্রতিক্রিয়া মেলেনি। পুরোটাই বিরোধীদের চক্রান্ত বলে দাবি করেছেন হাসানাবাদের তৃণমূলের সভাপতি। রফিকুল ইসলাম আগে সিপিএমে ছিলেন, তাই তাঁরাই এই কাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ তৃণমূলের। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই পোস্টার, পাল্টা কটাক্ষ সিপিএমের।
'আমাদের পশ্চিমবঙ্গও খুনি-ধর্ষকদের উল্লাস-ভূমি হয়ে গেল নাকি?' আর জি কর থেকে কুলতলি, ফালাকাটা, একের পর এক ঘটনার মধ্যেই বিস্ফোরক পোস্ট মনোরঞ্জন ব্যপারীর। শাসক দলের অস্বস্তি বাড়িয়ে বিস্ফোরক পোস্ট বলাগড়ের তৃণমূল বিধায়কের। পোস্টের ব্যাখ্যা দিতে গিয়ে খুন-ধর্ষণে 'বহিরাগত' তত্ত্ব মনোরঞ্জন ব্যপারীর । 'বাংলায় আগে এমন পরিস্থিতি ছিল না'। 'ইদানিং দেখছি, কয়েকটি শিশুকে ধর্ষণ করে হত্যা কর হল'। 'আগে তো এমন ছিল না, অপরাধীদের ধরা উচিত'। 'এরা সবাই বহিরাগত, বাঙালিদের এই রোগ ছিল না'। সরকার ও মানুষকে সজাগ থাকতে হবে, মন্তব্য মনোরঞ্জন ব্যপারীর।