Fake Adhaar Card: ফটোকপি সেন্টারের আড়ালে ভুয়ো আধার সেন্টার ! গ্রেফতার ২ যুবক
ABP Ananda LIVE: ফটোকপি সেন্টারের আড়ালে ভুয়ো আধার সেন্টার! ২ যুবককে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ । মিনাখাঁ থানা এলাকায় এই ফটোকপি সেন্টারের আড়ালে ভুয়ো আধার কার্ড তৈরির অভিযোগ । গতকাল অভিযান চালিয়ে বাজেয়াপ্ত ল্যাপটপ, ফিঙ্গারপ্রিন্ট মেশিন । ভুয়ো আধার কার্ডের জাল কোথায় বিস্তৃত, তা জানতে ধৃতদের জেরা করছে পুলিশ
RG Kar Update: আরজি করে চিকিৎসক ধর্ষণ-খুনের ১ বছর, ৯ অগাস্ট ফের রাত দখল, 'কালীঘাট চলো'-র ডাক অভয়া মঞ্চের
অগাস্টে তিন তিনটি কর্মসূচির ঘোষণা করল অভয়া মঞ্চ। পয়লা অগাস্ট CGO অভিযান, ৯ অগাস্ট, 'কালীঘাট চলো' এবং ১৪ই অগাস্ট ফের রাত দখলের ডাক দেওয়া হল। এদিকে, 'কালীঘাট চলো'র অনুমতি না মেলায় ফের কলকাতা পুলিশকে ইমেল করল 'অভয়া মঞ্চ'।
CGO অভিযান... 'কালীঘাট চলো' থেকে ফের রাত দখলের ডাক। আর জি কর-কাণ্ডের এক বছরে ত্রিফলা আন্দোলনের ঘোষণা করল অভয়া মঞ্চ। ৯ অগাস্ট, আর জি কর মেডিক্য়াল কলেজে চিকিৎসকের ধর্ষণ-খুনের ১ বছর। ওইদিন নবান্ন অভিযানের ডাক দিয়েছেন নিহত চিকিৎসকের মা-বাবা। আর কালীঘাট চলোর ডাক দিয়েছে অভয়া মঞ্চ!



















