North bengal News: শিলিগুড়িতে হড়পা পান, জলমগ্ন জলপাইগুড়ির বানারহাট, নাগরাকাটা, কালচিনি
ABP Ananda LIVE : শিলিগুড়িতে হড়পা পান, বাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত ২০০টি বাড়ি। ঘরছাড়া বহু মানুষ, আশ্রয় সকুলে। জলমগ্ন জলপাইগুড়ির বানারহাট, নাগরাকাটা, কালচিনি। ভাসল কোচবিহারও।
মিরিকে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন যাদবপুর এবং গড়িয়ার বাসিন্দা
পাহাড়ে বৃষ্টির জেরে ধস, নাগরাকাটায় রাস্তা ভেঙে চুরমার। কুর্তিঝোরা নদীর জলে ভেঙেছে রাস্তা। বানারহাট থেকে নাগরাকাটা যাওয়ার রাস্তা বন্ধ। ফুঁসছে তিস্তা, তোর্সা, করলাও। দোসর হয়েছে ভুটান পাহাড় থেকে নামা জলের তোড়। জলপাইগুড়ির বানারহাটে হাতিনালা নদীর জল উপচে হুড়মুড়িয়ে ঢুকেছে গ্রামে। ভুটান পাহাড়ের জলে ভাসছে নাগরাকাটাও। উদ্ধারকাজে নেমেছে প্রশাসন ও NDRF। জল বেড়েছে করলা নদীতেও, যা উদ্বেগ তৈরি করেছে জলপাইগুড়ি শহরে। মিরিকে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন যাদবপুর এবং গড়িয়ার বাসিন্দা।





















