North Bengal News: এবার কালিম্পংয়ে ১০ জাতীয় নম্বর জাতীয় সড়কে ধস, ব্যাহত যান চলাচল
ABP Ananda LIVE: দুর্যোগে বিপর্যস্ত উত্তর পূর্ব। মৃতের সংখ্যা বেড়ে ৩৬। ক্ষতিগ্রস্ত সাড়ে ৫ লক্ষেরও বেশি। এবার কালিম্পংয়ে ১০ জাতীয় নম্বর জাতীয় সড়কে ধস। ব্যাহত যান চলাচল।
এবার ধস কালিম্পঙে।
বীরভূমে কি ক্ষমতার হাতবদল? কেষ্টর ওপর কি আস্থা হারাচ্ছেন শাসক দলের নেতা-কর্মীরাই ?
কুকথা কাণ্ডে ৬দিন পার, এখনও হাজিরা দিলেন না অনুব্রত । অনুব্রত-প্রশ্নে এখনও হাত গুটিয়ে বসে পুলিশ! এবার অনুব্রত মণ্ডলের ওপর কি আস্থা হারাচ্ছেন শাসক দলের নেতা-কর্মীরাই ? বীরভূমে কি ক্ষমতার হাতবদল ? অনুব্রত মণ্ডল নয় কাজল শেখের ওপর আস্থা সাঁইথিয়ার বনগ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান ও শাসক দলের কর্মীদের। প্রান্তিকে কাজল শেখের সঙ্গে সাক্ষাৎ সাঁইথিয়ার বনগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ কয়েকজন তৃণমূল কর্মী ও স্থানীয় নেতৃত্বের। শাসক দলের প্রায় ১০০ জন নেতা-কর্মী দেখা করলেন কাজল শেখের সঙ্গে। অনুব্রত মণ্ডলের সঙ্গে থাকব না, এবার থেকে চলব কাজল শেখের নেতৃত্বে, প্রতিক্রিয়া উপপ্রধান সহ শাসক দলের নেতা-কর্মীদের।


















