North Bengal : ২২ দিন পর খুলে দেওয়া হলো শিলিগুড়ি ও মিরিকের সংযোগকারী দুধিয়ার অস্থায়ী সেতু
ABP Ananda Live: ২২ দিন পর দুধিয়ার অস্থায়ী সেতু চালু । আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হলো শিলিগুড়ি ও মিরিকের সংযোগকারী দুধিয়ার অস্থায়ী সেতু। বন্যায় সেতুটি ভেঙে যাওয়ায় শিলিগুড়ি ও মিরিকের যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়। অবশেষে অস্থায়ী সেতু চালু হওয়ায় স্বস্তিতে স্থানীয় বাসিন্দারা। আপাতত শুধুমাত্র হাল্কা গাড়ি চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। সেতুর স্থায়িত্ব পর্যবেক্ষণের পর ধীরে ধীরে ভারী যান চলাচল শুরু হবে, খবর প্রশাসন-সূত্রে।
৩ বছর পর রাজ্যে ফের চালু হচ্ছে ১০০ দিনের কাজের প্রকল্প
৩ বছর পর রাজ্যে ফের চালু হচ্ছে ১০০ দিনের কাজের প্রকল্প। হাইকোর্টের ১৮ জুনের রায়ের বিরুদ্ধে করা কেন্দ্রের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে। এই প্রকল্পে টাকা দিতে হবে কেন্দ্রকেও, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। আর্থিক অনিয়মের অভিযোগে প্রায় ৩ বছর এই প্রকল্পে টাকা দেওয়া বন্ধ রেখেছে কেন্দ্রীয় সরকার। অর্নির্দিষ্টকালের জন্য কোনও অনুদান এভাবে বন্ধ রাখা যায় না, নির্দেশ সুপ্রিম কোর্টের।
গত ১৮ জুন কলকাতা হাইকোর্ট রায় দেয়, পয়লা অগাস্ট থেকে রাজ্য়ে ১০০ দিনের প্রকল্প চালু করতে হবে। পাশাপাশি আদালত নির্দেশ দেয়, রাজ্যের সব জেলাতেই তদন্ত চালিয়ে যেতে পারবে কেন্দ্র। দুর্নীতি রোধে প্রয়োজনীয় নজরদারিও চালাতে পারবে। এই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল কেন্দ্রীয় সরকার। সোমবার সেই আর্জি খারিজ করে দিল সর্বোচ্চ আদালত। বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ কেন্দ্রের আবেদনের শুনানিতে সাফ জানায়— “আপনারা নিজেরাই আবেদন তুলে নেবেন, না কি আমরা তা খারিজ করে দেব?” শেষ পর্যন্ত আদালত মামলাটি খারিজ করে দেয়।



















