Omicron: কলকাতায় আয়ারল্যান্ড ফেরত আরও একজনকে ঘিরে ওমিক্রন-সন্দেহ। Bangla News
কলকাতায় আয়ারল্যান্ড ফেরত আরও একজনকে ঘিরে ওমিক্রন-সন্দেহ। আয়ারল্যান্ড ফেরত মহিলার করোনা রিপোর্ট পজিটিভ, বেলেঘাটা আইডিতে ভর্তি। ওমিক্রন-সন্দেহে ডাবলিন ফেরত আরেকজনকে বাড়িতেই আইসোলেশন। আগামীকাল দুজনেরই নমুনা পাঠানো হবে জিনোম সিকোয়েন্সিংয়ে।
ওমিক্রন নিয়ে সাবধান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিদেশ থেকে এলে আইসোলেশনে থাকার পরামর্শ দিলেন তিনি।
রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৪১৪, ৭ জনের মৃত্যু। রাজ্যে দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা, মৃত্যুতে উত্তর ২৪ পরগনা। কলকাতায় একদিনে ১৪৫ জন সংক্রমিত, একজনের মৃত্যু। উত্তর ২৪ পরগনায় একদিনে ৬২ জন সংক্রমিত, দুজনের মৃত্যু। নদিয়ায় একদিনে দুজনের মৃত্যু, ২৬ জন করোনা সংক্রমিত।


















