Mamata on Rishra BSF: ২২ দিন পর পাকিস্তান থেকে মুক্তি পেলেন বাংলার BSF জওয়ান। কী প্রতিক্রিয়া মমতার ?
ABP Ananda LIVE: উৎকণ্ঠার অবসান। ২২ দিন পর পাকিস্তান থেকে মুক্তি পেলেন বাংলার BSF জওয়ান। আটারি-ওয়াঘা সীমান্তে পূর্ণমকে বিএসএফের হাতে তুলে দিল পাক রেঞ্জার্স। কী প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের ?
'ভার্গবাস্ত্র', ড্রোন হামলা রুখতে আরও সক্রিয় ভারত, সঠিক নিশানায় আঘাত হবে একদম নিখুঁত ভাবে
ভারতের আকাশ সীমানায় ড্রোন আক্রমণ রুখতে আরও মজবুত হল দেশে এয়ার ডিফেন্স সিস্টেম। নতুন একটি কাউন্টার ড্রোন সিস্টেমের সফল পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে সম্প্রতি। এর খরচ তুলনায় অনেক কম। নাম 'ভার্গবাস্ত্র'। কম খরচের এই কাউন্টার ড্রোন সিস্টেম নির্মাণ করেছে সোলার ডিফেন্স অ্যান্ড এরোস্পেস লিমিটেড (এসডিএএল)। বিগত কয়েকদিনে পাকিস্তানের তরফে কাধিকবার ড্রোন হামলার সম্মুখীন হয়েছে ভারত। যদিও পাকিস্তানের তরফে উড়ে আসা ঝাঁকে ঝাঁকে ড্রোন প্রতিহত করেছে ভারতের এয়ার ডিফেন্স। দেশের আকাশসীমা লঙ্ঘন করে ক্ষয়ক্ষতি করতে পারেনি এইসব ড্রোন। তবে ভবিষ্যতের জন্য আরও সতর্ক হতে চায় ভারত। আর সেই জন্য ভার্গবাস্ত্র তৈরি করা হয়েছে। 'হার্ড কিল' মোডের এই কাউন্টার-ড্রোন সিস্টেম ডিজাইন করা হয়েছে ভারতের আকাশ সীমান্ত আরও সুরক্ষিত রাখার জন্য। শত্রুপক্ষের তরফে ড্রোন হামলা হলে, ঝাঁকে ঝাঁকে ড্রোন উড়ে এলেও সেগুলিকে প্রতিহত করার ক্ষমতা রাখে এই 'ভার্গবাস্ত্র'।



















