Arabul Islam: ISF কর্মী খুনের ৮ মাস পর আচমকা আরাবুলের গ্রেফতারির কারণ কী? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে
ABP Ananda LIVE: ১ মাস কেটে গেলেও উত্তর ২৪ পরগনার (North 24 parganas) দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহান(Sheikh Shahjahan) এখনও অধরা! প্রশ্নের মুখে পুলিশ! এরইমধ্য়ে ভাঙড়ের (Bhangar)দাপুটে তৃণমূল নেতা আরাবুল ইসলামকে (Arabul Islam) গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, একটি খুনের মামলায় গ্রেফতার করা হয়েছে তাঁকে। তাঁর বিরুদ্ধে খুন, সরকারি সম্পত্তি নষ্ট, সরকারি কর্মীকে কাজে বাধা এবং অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। তৃণমূল নেতা আরাবুল ইসলাম বর্তমানে ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি। গত পঞ্চায়েত ভোটের সময় মনোনয়ন পর্ব থেকে ফল ঘোষণা অবধি অশান্ত ছিল এই ভাঙড়। ১৫ জুন মনোনয়ন পেশের দিন গুলি চালিয়ে খুন করা হয় মহিউদ্দিন মোল্লা নামে এক ISF কর্মীকে। সেই ঘটনার ৮ মাস পর তৃণমূল নেতা আরাবুল ইসলামকে গ্রেফতার করা হল। এখানেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, ISF কর্মী খুনের ৮ মাস পর আচমকা আরাবুলের গ্রেফতারির কারণ কী?