Bula Chowdhury : 'পদ্মশ্রী' সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া ২৯৫ টি পদক উদ্ধার করল পুলিশ
ABP Ananda LIVE : বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া ২৯৫ টি পদক উদ্ধার করল পুলিশ । বুলা চৌধুরীর বাড়িতে চুরির তদন্তে নেমে এক ফেরিওয়ালাকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার 'পদ্মশ্রী' সাঁতারুর খোয়া যাওয়া অধিকাংশ পদক। হিন্দমোটরের বাড়িতে আজ ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞদের নিয়ে নমুনা সংগ্রহ করেন রাজ্য পুলিশের গোয়েন্দার দফতরের আধিকারিকরা। সঙ্গে ছিল চন্দননগর কমিশনারেটের পুলিশও।
আরও খবর...
অটোর ফিটনেস জালিয়াতির অভিযোগ, কী পদক্ষেপ পরিবহণ দফতরের?
অটোতে চড়েছেন? কিন্তু সেই অটো ফিট তো? ফিটনেসের শংসাপত্র থাকলেও চিন্তার যথেষ্ঠ কারণ আছে। কারণ টাকা দিলেই এ রাজ্যের অটো ফিটনেস সার্টিফিকেট পেয়ে যাচ্ছে ভিন রাজ্য থেকে। গত ৩ মাসে কলকাতা, হাওড়া উত্তর ২৪ পরগনা এই তিন জেলাতেই এমন সাড়ে ৬ হাজার অটোর সন্ধান পেয়েছে রাজ্য পরিবহণ দফতর।
রাস্তায় চলার অযোগ্য অটোরও রয়েছে ফিটনেস সার্টিফিকেট। এক দু শো নয়, কলকাতা ও শহরতলিতে ছেয়ে রয়েছে এমনই হাজার হাজার অটো। রাজ্য পরিবহণ দফতরের হাতে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। রাজ্য পরিবহণ দফতর সূত্রে খবর, কয়েক মাস আগেই বিষয়টি নজরে আসে। এরপরই তদন্তে নামে তারা। সেই তদন্তে তথ্যেই চক্ষু চড়কগাছ। পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, "যে গাড়ির ন্য়াশনাল পারমিট নেই, যে পশ্চিমবঙ্গের বর্ডার টপকায় না, টপকাতে পারে না, সেই সব গাড়িও হাতে ফিটনেস সার্টিফিকেট। এটা একটা ক্রিমিনাল অফেন্স। এটা একটা কিন্তু ভয়ানক আইন বিরুদ্ধ কাজ। এখানের গাড়ি ওখানে যাচ্ছেই না, অথচ সার্টিফিকেট হাতে। এটা একটা বিরাট অন্য়ায়।''


















