এক্সপ্লোর
Ultadanga Bridge: আতঙ্ক! উল্টোডাঙা উড়ালপুলের একাধিক জায়গায় ফাটল I Bangla News
আতঙ্ক বাড়িয়ে উল্টোডাঙা উড়ালপুলে একাধিক জায়গায় ধরা পড়ল ফাটল। উড়ালপুলের দু’দিকের লেনে একাধিক পিলারে ফাটল ধরা পড়ে। সকালে ঘটনাস্থলে যান KMDA ইঞ্জিনিয়াররা। এর আগে গত বছরের নভেম্বরে যান চলাচল বন্ধ রেখে উল্টোডাঙা উড়ালপুলের ভারবহন ক্ষমতা ও স্বাস্থ্য পরীক্ষা করে KMDA। উড়ালপুলের একাংশ দুর্বল হয়ে পড়ায় ৪টি পিলার বসানো হয়। স্বাস্থ্য পরীক্ষার পরেও কীভাবে ফাটল ধরল? প্রশ্ন আতঙ্কিত স্থানীয় বাসিন্দাদের।
জেলার
ছয় বছর বয়সে ২ ছেলের বাবা! মঙ্গলকোটে প্রকাশ্য়ে এল চাঞ্চল্য়কর তথ্য়
আরও দেখুন


















