8am Show: কলেজকে NOC দিতে, ৬ থেকে ৮ লক্ষ টাকা নিতেন পার্থ, মানিক নিতেন ২ থেকে ৫ লক্ষ
একজন ছিলেন শিক্ষামন্ত্রী, অপরজন ছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি। প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে দু’জনের যোগসাজশের অভিযোগ, এর আগে বারবার আদালতে করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু, তা যে কতটা গভীর, সম্প্রতি আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিটে তা তুলে ধরেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বেসরকারি B.Ed, D.El.Ed ও টিচার্স ট্রেনিং কলেজকে NOC দিতে, কলেজ প্রতি ৬ থেকে ৮ লক্ষ টাকা নিতেন পার্থ চট্টোপাধ্যায়। মানিক ভট্টাচার্য নিতেন ২ থেকে ৫ লক্ষ টাকা। চাঞ্চল্যকর দাবি করা হয়েছে ED-র সাপ্লিমেন্টারি চার্জশিটে। আদালতে ED-র আইনজীবী দাবি করেছেন, তাপস মণ্ডলই প্রাথমিভাবে ফান্ড সংগ্রহ করতেন। পরে তা পাঠাতেন মানিক ভট্টাচার্যের কাছে। মানিকের মাধ্যমে তা আবার পৌঁছে যেত উপরমহলে। ১৫৯ পাতার সাপ্লিমেন্টারি চার্জশিটে ED দাবি করেছে, ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত, অফলাইনে রেজিস্ট্রেশনের নামে মোট ২০ কোটি ৭৩ লক্ষ টাকা নেওয়া হয়েছে।