Narendra Modi: তৃণমূলের ২১ শে জুলাইয়ের ঠিক ২ দিন আগে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: তৃণমূলের ২১ শে জুলাইয়ের ঠিক ২ দিন আগে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। বিহারে ভোট প্রচারে যাওয়ার আগে পশ্চিমবঙ্গ ছুঁয়ে যাবেন নরেন্দ্র মোদি। দুর্গাপুরে সভা করার কথা রয়েছে তাঁর। প্রথমে দমদমে সভা করার সম্ভাবনার কথা উঠে আসলেও, পরে তা বদলে হয় দুর্গাপুর। আর প্রধানমন্ত্রীর দফতর থেকে এই খবর আসার পরই, তাঁর সভার জন্য দুর্গাপুরে সভার মাঠ খুঁজতে শুরু করেছে বিজেপি রাজ্য নেতৃত্ব। রাজ্যে বিধানসভা ভোটের আগে শেষ ২১শে জুলাইয়ের ঠিক আগে রাজ্যে প্রধানমন্ত্রীর আসাকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
'গরম দেখাচ্ছ ?' বলেই ধর্মঘটি সিপিএম নেতাকে সপাটে চড় পুলিশ আধিকারিকের !
ধর্মঘট রুখতে কোথাও তৎপর পুলিশ, কোথাও আবার পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ উঠল। ধর্মঘটিদের টেনে-হিঁচড়ে, চ্যাংদোলা করে গাড়িতে তুললেন পুলিশ কর্মীরা। দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে, ধর্মঘটি সিপিএম নেতাকে চড় কষালেন থানার IC। অন্য়দিকে, ধর্মঘট সমর্থকদের চড় খেতে হল পুলিশকেও। কলেজ স্ট্রিটে, প্রিজন ভ্য়ানে তোলার সময়, জোড়াসাঁকো থানার OC-কে চড় মারেন SFI নেত্রী । মোদি সরকারের বিভিন্ন শ্রম নীতির বিরুদ্ধে বাম ও কংগ্রেসের শ্রমিক সংগঠনগুলির ডাকে ধর্মঘট। ধর্মঘটের কড়া বিরোধিতা করে পথে নামল তৃণমূলের শ্রমিক সংগঠন। ধর্মঘটে অংশ নিল না আরএসএস-এর শ্রমিক সংগঠন। আর তৃণমূলের পাশাপাশি ধর্মঘট রুখতে বুধবার সক্রিয় ভূমিকায় দেখা গেল পুলিশকে। যে পুলিশ তৃণমূল দাদাগিরি করলে চুপ করে বসে থাকে বলে অভিযোগ, অনুব্রত মণ্ডল আইসির- মা ও স্ত্রীকে অশ্লীল ভাষায় আক্রমণ করলেও, পর্যাপ্ত কড়া ব্য়বস্থা নেয় না বলে অভিযোগ, বাম-কংগ্রেসের শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘটের দিন সেই পুলিশকেই দেখা গেল এই ভূমিকায়।


















