এক্সপ্লোর
TET: আজ প্রাথমিকের টেট, পরীক্ষা শুরুর আগে বহরমপুরে যানজটের কবলে পরীক্ষার্থী ও ইনভিজিলেটররা | Bangla News
টেট শুরুর আগে বহরমপুরে যানজটের কবলে পরীক্ষার্থী ও ইনভিজিলেটররা। সকাল ৬টা থেকে অবরুদ্ধ হয়ে পড়েছে বহরমপুরের গির্জার মোড়, বাসস্ট্যাণ্ড, রামেন্দ্রসুন্দর ত্রিবেদী সেতু। উত্তরপাড়া মোড় থেকে রেলগেট পর্যন্ত ব্যাপক যানজট। ৩৪ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে আছে গাড়ি-বাস। হয়রানির শিকার টেট পরীক্ষার্থীরা। কয়েক কিলোমিটার হেঁটে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছেন তাঁরা। পুলিশের তরফে যান নিয়ন্ত্রণে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
জেলার
'১০ লাখ টাকার সেলফি যদি হয় তার ট্যাক্স কত ? ট্যাক্স কি জমা পড়েছে?' প্রশ্ন সজলের
আরও দেখুন

















